বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন ৩টি Widget অ্যাপস যা অবশ্যয় ভালোলাগবে

টিউনের শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, কি থাকছে টিউনটিতে । হ্যাঁ আপনাদেরকে আজ উপহার দেবো দারুন ৩টি Widget অ্যাপস । Android ব্যবহারকারীরা কাজের সুবিধার্থে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য, Widget ব্যবহার করে থাকেন । তাই আপনাদেরকে আজ যে Widget গুলো উপহার দেবো, নিরঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং Android ডিভাইসটিরও সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করবে ।

Animated Photo Frame Widget

এটি অনেক সুন্দর একটি Widget । এই Widget ব্যবহার করে Android ডিভাইসের হোম স্কিনে পছন্দের ছবিকে বিভিন্ন ইফেক্ট ও ফ্রেমসহ সেট করতে পারবেন । রয়েছে ১টি ফ্রেমে ৪টি ছবি শো করানোর ব্যবস্থা । আরও রয়েছে বিভিন্ন ডিজাইনের সিন্স ফন্টস এবং আরও অনেক কিছু । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.5 এবং মূল্য $1.69 । এই Widget অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।
প্লে স্টোর লিংক

ফ্রি ডাউনলোড লিংক

Zooper Widget Pro

Widget অ্যাপস গুলোর মধ্যে এই অ্যাপসটির বেশ জনপ্রিয়তা রয়েছে । কারন Zooper Widget Pro দিয়ে সম্পুর্ন নিজের ইচ্ছামত Widget তৈরি করে নেয়া যায় । এতে রয়েছে অনেক গুলো বিল্ট ইন টেমপ্লেট, যা দিয়ে হোম স্কিনকে অনেক সুন্দর করে সাজানো যায় এবং টেমপ্লেট গুলো কাস্টমাইজডও করা যায় । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.7 এবং মূল্য $2.49 । এই Widget অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।
প্লে স্টোর লিংক 
ফ্রি ডাউনলোড লিংক        


Weather Forecast

এটিও অনেক সুন্দর একটি Widget । এই  Widget টি ব্যবহার করে হোম স্কিনে দারুন ওয়েদার ক্লক সেট করতে পারবেন । অ্যাপসটিতে রয়েছে বিভিন্ন সাইজ এবং ডিজাইন এর ওয়েদার ক্লক ।
অ্যাপসটি ব্যবহার করতে পারেন, আশা করি ভালো লাগবে ।

ফ্রি ডাউনলোড লিংক



সবায় কে ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন