বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন ৩টি Widget অ্যাপস যা অবশ্যয় ভালোলাগবে

টিউনের শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, কি থাকছে টিউনটিতে । হ্যাঁ আপনাদেরকে আজ উপহার দেবো দারুন ৩টি Widget অ্যাপস । Android ব্যবহারকারীরা কাজের সুবিধার্থে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য, Widget ব্যবহার করে থাকেন । তাই আপনাদেরকে আজ যে Widget গুলো উপহার দেবো, নিরঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং Android ডিভাইসটিরও সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করবে ।

Animated Photo Frame Widget

এটি অনেক সুন্দর একটি Widget । এই Widget ব্যবহার করে Android ডিভাইসের হোম স্কিনে পছন্দের ছবিকে বিভিন্ন ইফেক্ট ও ফ্রেমসহ সেট করতে পারবেন । রয়েছে ১টি ফ্রেমে ৪টি ছবি শো করানোর ব্যবস্থা । আরও রয়েছে বিভিন্ন ডিজাইনের সিন্স ফন্টস এবং আরও অনেক কিছু । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.5 এবং মূল্য $1.69 । এই Widget অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।
প্লে স্টোর লিংক

ফ্রি ডাউনলোড লিংক

Zooper Widget Pro

Widget অ্যাপস গুলোর মধ্যে এই অ্যাপসটির বেশ জনপ্রিয়তা রয়েছে । কারন Zooper Widget Pro দিয়ে সম্পুর্ন নিজের ইচ্ছামত Widget তৈরি করে নেয়া যায় । এতে রয়েছে অনেক গুলো বিল্ট ইন টেমপ্লেট, যা দিয়ে হোম স্কিনকে অনেক সুন্দর করে সাজানো যায় এবং টেমপ্লেট গুলো কাস্টমাইজডও করা যায় । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.7 এবং মূল্য $2.49 । এই Widget অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।
প্লে স্টোর লিংক 
ফ্রি ডাউনলোড লিংক        


Weather Forecast

এটিও অনেক সুন্দর একটি Widget । এই  Widget টি ব্যবহার করে হোম স্কিনে দারুন ওয়েদার ক্লক সেট করতে পারবেন । অ্যাপসটিতে রয়েছে বিভিন্ন সাইজ এবং ডিজাইন এর ওয়েদার ক্লক ।
অ্যাপসটি ব্যবহার করতে পারেন, আশা করি ভালো লাগবে ।

ফ্রি ডাউনলোড লিংক



সবায় কে ধন্যবাদ।

বুধবার, ১৯ মার্চ, ২০১৪

এবার দুনিয়া মাতাচ্ছে বাংলাদেশিদের তৈরি আই ফোন- অ্যান্ড্রয়েড গেম!!!


বাংলাদেশে এই রকম মানুষ খুঁজে পাওয়াটা কঠিন হবে যে ছোটবেলায় গেমস এর দোকানে দাড়িয়ে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা গেমস খেলেনি! অনেকে তো বড় হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে দোকানে ঢুঁ মারেন! কম্পিউটার আসার পরে তো সবার ঘরে খরে গেমস এর সিডি- ডিভিডি! বাঙ্গালীরা আসলেই গেমস খেলতে পছন্দ করে



 কিছু দিন আগেও সবার হাতে ছিল নকিয়া, মটোরলা, স্যামসাং আর এরকম কিছু ফোন। তখন ফোনে গেমস খেলা বলতে স্নেইক ছাড়া তেমন কিছু ছিলনা। আই ফোন আর অ্যান্ড্রয়েড আসার পর ছেলে- বুড়ো সবাই এখন আবার গেমার! অ্যাংরি বার্ডস, কাট দা রোপ, টেম্পল রান, ফ্রুট নিঞ্জাএই নাম গুলো সবার কাছেই পরিচিত। প্রত্যেকের ফোনেই পাওয়া যায় গেম গুলো
কখনো কি মনে হয়েছে আপনার, এরকম গেম বাংলাদেশেও তৈরি হতে পারে? ভ্রু কুচকাচ্ছেন? ভাবছেন গাঁজাখুরি? না! সত্যি বলছি! আন্তর্জাতিক মানের মোবাইল গেমস তৈরি করছে এখন বাংলাদেশের তরুণরা!
মাত্রই বের হল বাংলাদেশি গেমিং কোম্পানি বায বাংলা এর তৈরি গেম Watch out Eggy (ওয়াচ আউট এগি)! গেমটি এখন আই ফোন অ্যান্ড্রয়েড স্টোরে পাওয়া যাচ্ছে। গেমটি আই ফোন, আই প্যাড এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলা যাবে! Watch out Eggy গেমটিতে গেমাররা অ্যাডভেঞ্চার আর পাজল (ধাঁধা) দুটোরই স্বাদ পাবেন এটিতে ১০০ এরও বেশি লেভেল রয়েছে। Watch out Eggy’ নামটাই বলে দিচ্ছে যে গেম টিডিমকে নিয়ে। নায়ক একটি সাধারণ ডিম, যার নামএগি এই সাধারণ এগির এক অসাধারণ মহাকাব্যিক অ্যাডভেঞ্চার দেখানো হবে এই গেমটিতে। এখানে পৃথিবী থেকে অনেক দূরের এগ প্ল্যানেট এর কথা বলা হচ্ছে। যেখানে এগি তার প্ল্যানেট এর অন্যান্য এগ দের চরম সাহসিকতার সাথে ভয়াল এলিয়েন দের কাছ থেকে রক্ষা করে। এখানে গেমারকে সেই দুঃসাহসী এগির ভূমিকায় খেলতে হবে
Watch out Eggy গেম টি তে মোট ১২ টি বান্ডেল আছে। প্রত্যেকটি বান্ডেলে রয়েছে টি লেভেল। ১০১ টি লেভেলের এই সায়েন্স ফিকশন গেমটি নিঃসন্দেহে বাংলাদেশের এযাবৎ কালের সবচেয়ে বড় মোবাইল গেম!
গেমটি খেলতে হবে একটি স্পেস শিপের ভেতরে। গেম টি প্রথম দিকে সহজ মনে হলেও ধীরে ধীরে গেমার অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হবে, যা গেম টিকে কঠিন করে তুলবে। তবে গেমার খেলতে খেলতে পারদর্শী হয়ে যাবে।   আর আসল ব্যাপার হলটাইমিং এটা যে যত ভাল বুঝবে, সে তত ভাল গেমার। গেমটি মূলত বাচ্চাদের জন্য তৈরি হলেও বড়দের ভাল লাগবে! গেমটি খেলার সময় মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন গল্প গুলোর কথাও মনে পরতে পারে!
Watch out Eggy  গেমটি গত ১৮ই জানুয়ারি অ্যাপলের অ্যাপ স্টোর অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে মুক্তি পেয়েছে। বাংলাদেশি দের তৈরি এই গেমটি মুক্তির কয়েকদিনের মধ্যেই  ইউ এস  অ্যাপ স্টোরে অ্যাডভেঞ্চার ক্যাটাগরি্র অন্যতম সেরা নতুন  এর তালিকায় জায়গা করে নেয়। পাযল ভিত্তিক এই অ্যাডভেঞ্চার গেমটি বাংলাদেশি গেমিং কোম্পানি বায বাংলা তৈরি করেছে।
দারুন এই গেমটি আপনার আই ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস খেলতে চাইলে এখনি নামিয়ে নিতে পারেন। গেম টির ফ্রি ভার্সন ডাউনলোড করুন নিচের ঠিকানায়
অ্যাপ ষ্টোর: http://bit.ly/1fE6Bbt
গুগল প্লে: http://goo.gl/inQ9B3
Watch out Eggy গেম টি একটি অ্যাডিক্টিভ গেম। আর এই গেম খেলার সময় সহজ সহজ লেভেল না পারার কারণে অনেক সময় উত্তেজনায় ডিভাইস ছুড়ে মারতে ইচ্ছে হতে পারে
তাই আগে থেকেই সাবধানতা পালন করা ভাল। চাইলে প্রিয় ডিভাইস টি বীমা করে নিতে পারেন।!

এটা কি পৃথিবীর একমাত্র ওয়েবসাইট যা ইন্টারনেট সংযোগ ছাড়াই চলে

আমি মোটেও রসিকতা করছি না, এই মাত্র একটা ওয়েবসাইটের সন্ধান পেলাম যেটা ইন্টারনেট কানেকশন ছাড়াই চলে । আপনি ইন্টারনেট কানেকশন রাখলে ব্রাউজ করতে পারবেন না । তবে কানেকশন বন্ধ করে ব্রাউজ করতে পারবেন । আপনি ইন্টারনেট কানেকশন দিলে নিচের ছবি আসবে ।



এটা সাধারণ কোন মানুষের ওয়েবসাইট না । সুপারপাওয়ার মুভি রোবট” নিশ্চয় সবাই দেখেছেন । হ্যা, এটা বলিউড সুপারস্টার রজনীকান্তের ওয়েবসাইট ।
আগেই কমেন্ট করেন না, সবকিছুর আগে আমার কথার সত্যতা পরীক্ষা করার জন্য রজনী কান্তের ওয়েবসাইটে যান, এরপর ইন্টারনেট কানেক্ট পুনারয় দিয়ে কমেন্ট করেন ।

রজনী কান্তের ওয়েবসাইট - http://www.allaboutrajni.com 

জাদুমন্ত্র নিশ্চয় না, আসলে সবই প্রযুক্তির ব্যবহার।

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

বিটিসিএলের নতুন সেবা চালু হল

ল্যান্ডফোনের কল না ধরলে গ্রাহকের মোবাইলেও রিং হবে
এর সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের আদলে থাকছে মোবাইল চ্যাট। এছাড়াও রিভ তৈরি করেছে নিজের সুইচ ও বিলিং প্ল্যাটফর্ম  সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি।




বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড (বিটিসিএল) এবার মোবাইল ফোনের মতো সেবা দেবে।জানা গেছে, মোবাইল ফোন থেকেও টিঅ্যান্ডটি ফোনের কল ইনকামিং ও আউটগোয়িং হবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোনো গ্রাহক ল্যান্ডফোনে কল করলে প্রথমে ওই কলটি সংশ্লিষ্ট ল্যান্ডফোনে বাজবে। ফোন কলটি কেউ না ধরলে নির্দিষ্ট কয়েকবার রিং হয়ে সেটি সংশ্লিষ্ট ল্যান্ডফোন মালিকের মোবাইল ফোনেও বাজতে থাকবে। দেশ-বিদেশের যেকোনো জায়গা থেকেই এ ফোন করা এবং রিসিভ করা যাবে। তবে এ জন্য মোবাইল ফোনটিতে থ্রিজি কিংবা ওয়াইফাই নেটওয়ার্ক থাকতে হবে। এতে ল্যান্ডফোনের রেটেরও কোনো তারতম্য হবে না।নতুন এই অ্যাপসটির (সফটওয়ার) উদ্ভাবক বাংলাদেশেরই একটি সফটওয়্যার কম্পানি রিভ সিস্টেমস। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রেজাউল হাসান জানান, এই প্রযুক্তির ফলে বদলে যাবে বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড) সেবার পরিধি ও মান। তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে বিশ্বের যেকোনো ল্যান্ডলাইন অপারেটর তাদের সংস্থার চেহারা বদলে দিতে পারবে। রেজাউল হাসান বলেন, সম্প্রতি স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের এই নতুন প্রযুক্তিটি বিশ্বের ল্যান্ডলাইন অপারেটরদের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।ইতিমধ্যে বাংলাদেশের বিটিসিএলকেও তাঁরা এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন। বিটিসিএলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রযুক্তিটি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে তাঁরা কাজ শুরু করেছেন। তাঁরা রেগুলেটরি কমিশন ও মন্ত্রণালয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তাঁর মতে, মোবাইল ফোন অপারেটরদের দাপটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ল্যান্ডফোন অপারেটর বিটিসিএল। বর্তমানে আবাসিক সংযোগ বলতে গেলে বন্ধ রয়েছে। সর্বমোট ১২ লাখ সংযোগের মধ্যে এখন ছয় কি সাত লাখ সংযোগ সচল আছে। বাকি সংযোগগুলোর কোনো কোনোটি বিচ্ছিন্ন কিংবা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ক্যাবল (তার) চুরির কারণে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।তাঁর মতে, বিটিসিএলে নতুন এই প্রযুক্তি চালু হলে আবারও চাঙ্গা হয়ে উঠবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সংস্থাটি। লোকসানের অভিশাপ থেকে মুক্ত হয়ে ফিরে আসবে লাভের ধারায়। তার মতে, এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ল্যান্ডফোন মালিকের মোবাইল ফোনে একটি সফটওয়্যার সংযোগ করতে হবে। এই সংযোগটি পাওয়ার জন্য তাঁকে বিটিসিএলের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। করতে হবে রেজিস্ট্রেশনও। এতে একজনের ল্যান্ডফোনের কল অন্য কেউ ইচ্ছা করলেও নিতে পারবে না। এতে সব ধরনের প্রাইভেসি বজায় থাকবে। টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, এটি একটি চমৎকার উদ্ভাবন। সত্যিকার অর্থে এই প্রযুক্তি বদলে দিতে পারবে বিটিসিএলকে।একই সঙ্গে সফটওয়্যারটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেও দেশ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। তিনি বলেন, একাধিক মোবাইল সংযোগ থাকার পরও মানুষ এখনও বিটিসিএল (টিএন্ডটি) সংযোগ নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী। এ কারণে বিটিসিএলকে নতুন সাজে সাজানোর পরিকল্পনা রয়েছে। তার মতে, নতুন নতুন সফটওয়্যার সংযোগ করে রাষ্ট্রায়ত্ত এই ল্যান্ডফোনটিকে মোবাইল ফোনের মতো আধুনিক ও জনপ্রিয় করে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়ে বিশ্বের টেলিযোগাযোগ সেক্টরের নৃত্য নতুন অসংখ্য প্রযুক্তি সম্পর্কে তারা জানতে পেরেছেন। এখন সময় এসেছে এসব প্রযুক্তি সুবিধা দেশের মানুষকে উপহার দেওয়ার।টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন, মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে সাশ্রয়ী হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী ল্যান্ডফোনের ব্যবসা সঙ্কুচিত হয়ে আসছিল। রিভের এই সলিউশনের মাধ্যমে ল্যান্ডলাইন অপারেটরদের নতুনভাবে মার্কেট শেয়ার অর্জনের সুযোগ তৈরি হবে বলে তারা মনে করছেন। এই সলিউশনটি মূলত একটি মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করবে। অ্যাপটি থ্রিজি কিংবা ওয়াইফাই নেটওয়ার্কে থাকলেই ল্যান্ডফোনের যে কোনো কল মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে রিসিভ করা এবং ইচ্ছেমতো কলও করা যাবে। এতে ল্যান্ডলাইনের কলরেটে কোনো তারতম্য ঘটবে না।রিভ সিস্টেমসের ইউরোপ সেলস ডিরেক্টর রন পাস এ প্রসঙ্গে জানান, ইউরোপে মোবাইলে থ্রিজি ইন্টারনেটের ব্যবহার খুবই আশাব্যঞ্জক। আর তাই তিনি মনে করছেন এটি ল্যান্ডলাইন অপারেটরদের জন্য অনেক বড় একটি সুযোগ। শুধু ইউরোপ নয়, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের অনেক দেশেও তাদের এই সলিউশনটি ল্যান্ডলাইন অপারেটরদের মার্কেট শেয়ার বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে।এছাড়াও এবার এমভিএনও মোবাইল অপারেটরদের জন্যও রিভের রয়েছে এমভিএনও প্রোডাক্ট স্যুট। যার মাধ্যমে এমভিএনও অপারেটররা নিজেদের ব্র্যান্ডিংয়ে রিভ সিস্টেমের মোবাইল ডায়ালার ব্যবহার করতে পারবে। এই মোবাইল ডায়ালারের সঙ্গেই থাকছে ইনস্ট্যান্ট মেসেজিং এবং আইপি কল করার সুবিধা। তাই যেসব এমভিএনও ডাটা সিম অফার করছে তারা এখন রিভের সেবা ব্যবহার করে খুব কম রেটে লং ডিস্টেন্স কলের অফারও দিতে পারবে। এর সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের আদলে থাকছে মোবাইল চ্যাট। এছাড়াও রিভ তৈরি করেছে নিজের সুইচ ও বিলিং প্ল্যাটফর্ম।রিভ সিস্টেমসের গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর সঞ্জিত চ্যাটার্জি বলেন, নিজ মার্কেট থেকে বের হয়ে এমভিএনওরা অনেক ডায়নামিক সার্ভিস প্রোভাইডার হিসেবে আবির্ভূত হচ্ছে। আর তাদের সলিউশন ব্যবহার করে তারা তাদের সেবার পরিধি অনেক বেশি ছড়িয়ে দেয়ার সুযোগ পাচ্ছে। তাই ইন্টারনেট সেবা প্রদানকারী যেকোনো এমভিএনও তাদের এই সেবা নিয়ে তাদের গ্রাহকদের ভয়েস কল, চ্যাট, ফাইল ট্রান্সফার, মোবাইল টপ আপ এবং এসএমএস সুবিধা প্রদান করতে পারবে। বিটিসিলের একজন পরিচালক জানান, রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে এবং প্রধান ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশে অবস্থিত।ভারতেও রয়েছে তাঁদের ডেভেলপমেন্ট সেন্টার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছে তাঁদের সেলস অফিস। তিনি বলেন, নতুন এই প্রযুক্তি নিয়ে তাঁরা ইতিমধ্যে রিভের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর মতে, এটি বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যে টিঅ্যান্ডটি গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। রিভ সিস্টেম সূত্রে জানা গেছে, বর্তমানে তারা ৭৫টিরও বেশি দেশে দুই হাজার দুই শতাধিক সার্ভিস প্রোভাইডারকে সফলতার সঙ্গে সেবা দিয়ে আসছেন।

এখন কল রিসিভ করে টাকা ইনকাম করুন! স্মার্ট ফোনে প্রতি কল রিসিভেই পাবেন ০.২৫ টাকা

এতদিন টাকা দিয়ে কল করেছেন এখন কল রিসিভ করে টাকা ইনকাম করুন!
স্মার্ট ফোনে প্রতি কল রিসিভেই পাবেন ০.২৫ টাকা
মোবাইল অ্যাডভারটাইজিং এর নতুন দিগন্তে পা দিয়েছে বাংলাদেশ।
















যদিও বাইরের দেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে।
স্মার্টফোন ইউজ করছেন কিন্তু এই অ্যাপসটি ইউজ করছেন না তা কি হয়!
সম্প্রতি অ্যাডভারটাইজিং ধারণাকে পাল্টে দিতে The Big Ad নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বাংলাদেশের মোবাইল গ্রাহকদের ব্যবহার উপযোগী একটি মোবাইল অ্যাপস অবমুক্ত করেছেন যার মাধ্যমে বিজ্ঞাপনদাতা এং ব্যবহারকারী উভয়েরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
শুধুমাত্র ফোন রিসিভ করেই পেতে পারেন ০. ২৫ টাকা।
আপনি যেভাবে লাভবান হবেন:
১.আপনার মোবাইল ডিভাইসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত হতে হবে।
২.গুগল প্লে স্টোর থেকে "Cash On Call" নামের অ্যাপসটি ইন্সটল করতে হবে।
অথবা নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন:
https://www.dropbox.com/s/jyr179jz396pihj/com.cashoncall.apk
৩. অ্যাপসটি ওপেন করে আপনি যে মোবাইল নম্বর বেশি ইউজ করেন সেটি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. রেজিস্ট্রেশন নিশ্চিত হলে আপনার একাউন্টে ২৫ টাকা জমা হবে।
কিভাবে আপনি টাকা পাবেন.....
১. রেজিস্ট্রেশন করার পর আপনাকে কেউ ফোন করলে আপনার ফোন স্ক্রীনে একটি বিজ্ঞাপন প্রদর্শিত হবে।
২. প্রদর্শিত বিজ্ঞাপনটি ন্যূনতম ৬ সেকেন্ড দেখতে হবে এবং ফোন রিসিভ করতে হবে।
৩. আপনার কাজ শেষ, ২৫ প্যসা পেয়ে গেছেন। এবার "Cash on Call" অ্যাপসটি মেনু থেকে ওপেন করুন, দেখবেন ২৫ পয়সা আপনার একাউন্ট-এ জমা হয়ে গেছে।
এভাবে প্রতি কলে আপনি ২৫ পয়সা করে পেতে পারেন।
৪. সারাদিনে অন্তত একবার অ্যাপসটি ওপেন করতে হবে এবং 'সিংক' বাটনে ক্লিক করতে হবে।
কিভাবে টাকা হাতে পাবেন....
১. প্রতি কল রিসিভেই আপনি ২৫ পয়সা করে পাবেন। আপনার "Cash on Call" একাউন্টে সর্বনিম্ন ১০০ টাকা জমা থাকলে আপনি টাকা তুলতে পারবেন।
২. ফ্লেক্সিলোড অথবা বিকাশের মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন।
দেরি না করে অ্যাপসটি ইন্সটল করুন আর শুধুমাত্র কল রিসিভ করেই টাকা জমাতে থাকুন।
কোনো সমস্যা বা সাহায্যের জন্য কমেন্ট করতে পারেন।